ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৪১ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত মিছিল থেকে ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার থেকে উপজেলা ছাত্রদল নেতা সোজার নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে মিজান, টিটু, বাবুসহ বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছাত্রদলের সোহান, হাসান ও মাসউদ নামে তিন কর্মীকে আটক করে।
এর আগে মঙ্গলবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান এড. আবুল বাসার আকন্দ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী ও উপজেলা বিএনপি নেতা মিজান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজা এবং বিশিষ্ট ব্যবসায়ী একেএম সিরাজুল হকসহ ৪১ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এছাড়া আরও ১০০ জনের নামে নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর/বাজিত হোসেন