কক্সবাজারের টেকনাফ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলী হোসেন প্রকাশ সোনা মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘড়িয়া পাড়া এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সোনা মিয়া ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. বদরুদ্দোহা সত্যতা নিশ্চিত করে জানান, ‘টেকনাফে ওই এলাকায় রাতে আধিপত্য নিয়ে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছিল। এসময় আতংকিত স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা মৃত সোনা মিয়াকে সনাক্ত করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। মাদক নিয়ে অনেকবার জেলা কারাগারে ছিলেন নিহক সোনা মিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার