পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আগামী নির্বাচনে রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে শেখ হাসিনার আন্তরিকতা বিরল। সংলাপে উত্থাপিত রাজনৈতিক দলসমূহের দফাসমূহ প্রধানমন্ত্রী আন্তরিকভাবে পর্যবেক্ষণ করছেন। সংলাপ আর আন্দোলন একসাথে চলতে পারে না।
আন্দোলনের নামে যদি কেউ নির্বাচন বানচাল করার চক্রান্ত করে তাহলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
আজ বুধবার ভোলার চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ অফিসের ৬ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতায় উপমন্ত্রী জ্যাকব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আমার বিশ্বাস জনগণ আবারও উন্নয়নের পক্ষে ভোট দিবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে ২০২১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শুধু অর্থনৈতিক ভাবে উন্নত দেশ হিসেবে নয়, আগামী প্রজম্মের জন্য একটি সুখী সমৃদ্ধ পরিবেশবান্ধব দেশ গড়ে তুলবো। আগামীর বাংলাদেশ হবে পরিবেশ সহিষ্ণু বাংলাদেশ।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় ঢাকার পাশবর্তী বুড়িগঙ্গা ও তুরাগ নদী রক্ষায় ইতিমেধ্য ১১ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি। বিএনপির সময় দেশে বনবিভাগের উন্নয়ন করতে পারেনি। বর্তমান সরকার বনবিভাগকে ৭ শতাংশ থেকে ২২ শতাংশে উন্নতি করেছে। যেকোন দুর্যোগ প্রশমন হতে উপকূলীয় এলাকার জনগণকে রক্ষা করতে দেশব্যাপী সবুজ বেষ্টনী প্রকল্পের কার্যক্রম চালু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার