রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
এর আগে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে পাহাড়ের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মোট ২০টি আবেদন জমা হয়। এসব আবেদনের প্রেক্ষিতে গণশুনানি করে রাঙামাটি জেলা প্রশাসন।
এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, যেসব মানুষ তাদের সমস্যা নিয়ে আবেদন করেছে তাদেরকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তাদের মুখে সমস্যার কথা শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, গণশুনানিতে অনেকেই তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এদের মধ্যে যারা সুবিধা বঞ্চিত তাদের জেলা প্রশসনের ত্রাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়। এ গণশুনানির মাধ্যমে এ অঞ্চলের অনেক মানুষ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।
এদিকে, অনুষ্ঠিত গণশুনানি শেষে সুবিধাবঞ্চিত তিন কলেজ শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক ও ফরম পূরণের জন্য আর্থিক অনুদান প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ