কক্সবাজার সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ৩৩ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৬ দালালকেও আটক করা হয়েছে। ৩৩ রোহিঙ্গার মধ্যে ১০জন নারী, ১৪ পুরুষ ও ৯জন শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, 'বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।' লে. ফয়েজুল ইসলাম মন্ডল আরও জানান, রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সমুদ্রপথে মালেয়শিয়া যাওয়ার খবরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালান। এসময় ধাওয়া করে এসব দাদালসহ ৩৩ জন রোহিঙ্গাদের আটক করা হয়। এদের টেকনাফ এনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, মঙ্গলবার ভোর রাতে মালয়েশিয়া পাচারের সময় পাচারকারীরা থাইল্যান্ড সীমান্ত বলে ১৪ রোহিঙ্গাকে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলার চরে নামিয়ে দিয়েছিল। পরে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি) তাদের উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ