নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, 'মাদক বন্ধ করতে পুলিশ লাগবে কেন? মাদক বন্ধ করার জন্য আমরাই যথেষ্ট। শুধু মাদক বেঁচে কে আর সন্ত্রাসী করে কে এটা আমাকে জানিয়ে দিবেন। লাগলে পরিচয় গোপন রেখে এলাকার মা-বোনেরা আমাকে মেসেজ করবেন। সাড়ে ৩০০ ফিট মাটির তলে থাকলেও আমি ওকে তুলে নিয়ে যাবো। কে কোন দল করে এটা আমাদের দেখার বিষয় না। শামীম ভাই জিন্দাবাদ দরকার নাই। মাদক ব্যবসায়ীর লিস্ট দিয়েন প্রশাসন ধরবে না হয় আমরা ধরবো।'
বুধবার বিকেলে দেওভোগ গৌড় নিতাই আখড়ায় শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে আলোচনা সভায় শামীম ওসমান এসব কথা বলেন। এসময় স্থানীয় বাসিন্দারা এই এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি শামীম ওসমানের কাছে তুলে ধরেন। সেই সঙ্গে মাদক নিয়েও অভিযোগ তুলেন এলাকাবাসী।
এ প্রসঙ্গে শামীম ওসমান বলেন, 'আমার একটা কথা শুনে মন খারাপ হয়েছে এখনও নিজ চোখে দেখতে পাচ্ছি। ঐতিহাসিক এই জিউস পুকুর নিয়ে নারায়ণগঞ্জে বহু আলোচনা আছে। ছোটবেলায় এখানে এসে যখন আড্ডা দিতাম তখন এখানকার পানি স্বচ্ছ টলমলে ছিল। যদিও এটি সিটি কর্পোরেশনের এলাকা। এই এলাকার মেয়র আমার বোন আইভি।'
গৌড় নিতাই আখড়ার সভাপতি বাবু প্রদীপ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাউন্সিলর নাজমুল আলম সজল ও শফিউদ্দিন প্রধান। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ