জয়পুরহাট শহরের আরামনগর মহল্লায় বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এতে ওই পরিবারের আরও পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- আরমনগর মহল্লার ব্যবসায়ী আব্দুল মোমিন (৩৭), তার মা মোমেনা বেগম (৬৫) ও তার মেয়ে জেএসসি পরীক্ষার্থী বৃষ্টি।
আহতরা হলেন- মোমিনের স্ত্রী পরিনা বেগম, বাবা দুলাল হোসেন, মোমিনের অন্য দুই মেয়ে হাসি, খুশি ও এক বছরের ছোট ছেলে আব্দুর নূর।
এ ব্যাপারে জয়পুরহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
এদিকে জয়পুরহাট থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান, দগ্ধ পরিবারের অন্য ৫ সদস্যকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
আহতদের শরীরের ৭০-৭৫ ভাগ দগ্ধ হয়েছে বলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সূত্রে জানানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ