নাটোরের বাগাতিপাড়ায় একশ' বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার সকালে উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজশাহীর বেলপুকুরের দুর্লভপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে শামীম ওরফে শহিদ (২৩) এবং মোজদার আলীর ছেলে সাগর (২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দয়ারামপুর বাজারে এক অভিযান চালায় র্যাব-৫। রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতি. পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার ও স্কোয়াড কমান্ডার এএসপি আজমল হোসেন এর নেতৃত্বে এ অভিযানের সময় একশ' বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শামীম ওরফে শহিদ এবং সাগরকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৮/হিমেল