কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পত্রিকার হকার মো. আজমগীর (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পেকুয়া চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজমগীর পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়ার আবুল হোসেন সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে আজমগীর পত্রিকা বিক্রি করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ব্যাটারি চালিত রিক্সায় উঠে। এসময় বিপরীত দিক থেকে দ্রতগামী একটি ডাম্পার (ছোট ট্রাক) অটোরিক্সাকে ধাক্কা দিলে আজমগীর অটোরিক্সা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৮/হিমেল