ঢাকার নয়াপল্টনে পুলিশের উপর হামলা এবং গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালের আগৈললঝাড়ায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। শুক্রবার বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয় চত্ত্বরে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, অনিমেষ মন্ডল, ফাইজুল সেরনিয়াবাত, উজ্জল হোসেন খলিফা ও জাকির পাইক প্রমুখ। বক্তারা পল্টনের ঘটনায় জড়িতদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৮/হিমেল