বরিশাল নগরী এবং সদর উপজেলার দেড় সহস্রাধিক কৃষকের মাঝে বীজ এবং সার বিতরণ করেছে কৃষি বিভাগ।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে ১ হাজার ৫৪৬ জন কৃষককে বিভিন্ন পরিমাণে ভূট্টা, সরিষা, খেসারি, ফেলন, মুগ, বোরো ও বিটি বেগুন বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলার ১ হাজার ১৯৬ জন ও নগরীর ৩৫০ জন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা ফাহিমা হক।
বিডি প্রতিদিন/কালাম