ময়মনসিংহের ফুলপুর হাসপাতাল রোডে হারুন মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, হামিদুল (২২) ও দুলাল (৩০)।
জানা যায়, ঢাকাগামী যাত্রীবাহি বাস (ঢাকা- মেট্রো- ব, ১১-৭৯৫৫) শেরপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে (ময়মনসিংহ- থ, ১১-৩৫০৪) চাপা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ড্রাইভার সোহেল ও শেরপুরগামী যাত্রী হামিদুল আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত যাত্রী হামিদুলের বাড়ি চুয়াডাঙা জেলার জীবননগর উপজেলার রাংড়াপাড়া গ্রামে। তার পিতার নাম মুজিবুর রহমান।
তবে ড্রাইভারের বাড়ির ঠিকানা জানা যায়নি। এ ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। ফুলপুর থানার এসআই সাইদুল জানান, বাসটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৮/হিমেল