সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন এক প্রেমিকা। এ খবর শুনে প্রেমিকও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের রঘুনীলী-চকজয়কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এরা হলো- রঘুনীলী গ্রামের মোলামদীর ছেলে শাহেদ ও পার্শ্ববর্তী গ্রামের চকজয়কৃঞ্চপুর গ্রামের আব্দুল রউফের মেয়ে রুবিনা খাতুন।
স্থানীয়রা জানান, শাহেদ ও রুবিনা চকজয় কৃষ্ণপুর মাদ্রাসায় নবম শ্রেণিতে লেখাপড়া করত। এ সুবাদে তাদের দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে রুবিনার পরিবার বিষয়টি জানতে পেরে মেয়েকে শাসন করে। এ নিয়ে শনিবার সকালে রুবিনার মায়ের সাথে রুবিনার ঝগড়া হয়। অভিমান করে রুবিনা কীটনাশক পান করে। গুরুত্বর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়ার পথে রুবিনা মারা যায়। এ খবর শুনে প্রেমিক শাহেদ আলী দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৮/হিমেল