বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত নজরুল ইসলাম আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মন্দিরপুকুর গ্রামের সফিন আলীর ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, নজরুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় তার ছেলেকে সাথে নিয়ে চাপাপুর বাজারে যায়। বাড়ির জন্য কেনাকাটা শেষে ছেলেকে পাঠিয়ে দেওয়ার পর রাতে তিনি আর ফেরেননি। শনিবার বেলা ১১ টার দিকে বাড়ি থেকে কিছু দূরে লোকজন জমিতে ধান কাটতে গেলে গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত নজরুলের নামে মাদকের ২ টি মামলা রয়েছে। তিনি বলেন হত্যাকান্ডের কোন কারণ এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। এলাকাবাসী জানান, স্থানীয় একটি খাস পুকুর নিয়ে নজরুলের সাথে বিরোধ ছিল। গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এদিকে গলা কাটা লাশ উদ্ধারের পর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এলাকায় অনুসন্ধান শুরু করেছে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৮/হিমেল