ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের মৃত আব্দুল্লাহ শেখের ছেলে ইমন শেখ (১৪) ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ইমন শেখ গত ৬ নভেম্বর সমেশপুর এলাকায় ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
ইমনের স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পায়নি। এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে। যার নম্বর-৫৫৪। তারিখ-০৮/১১/১৮ইং।
নিখোঁজ ইমন শেখের কোনো সন্ধান পেলে ০১৯১৭-৬১৬৫৭৮/০১৭১৭২৩৫১৩২ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম