নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মন থেকে গণিতের ভয় দূর করে গণিতকে সহজ, আনন্দময় ও বাস্তবমুখী করার লক্ষে “আনন্দ উৎসবে গণিত মেলা” আয়োজন করেছে মনোহরদীর একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়। শুক্রবার দিনব্যাপী মনোহরদীর একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে এ গণিত মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্ভোধন করেন মনোহরদী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুস শাকের। মেলার সভাপতিত্ব করেন একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির মৃধা।
একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের গণিত মেলা কমিটি সূত্রে জানা যায়, এই গণিত মেলায় উপকরণের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে গণিতকে সহজভাবে শিখতে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্নয়, ঘুর্ণন প্রতিসমতা, আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নিনর্য়, চার ক্রমের ম্যাজিক বর্গ, প্রিথাগোরাসের উপপাদ্য, বয়স নির্নয়, জ্যামিতিক ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা, সময়ের ব্যাখ্যা, ৪ ধন জ্যামিতিক ব্যাখ্যা, কোনক ও সিলিন্ডারের আয়তনের সমষ্টিসহ গণিতের বিভিন্ন কঠিন সূত্রের সহজ ব্যাখ্যা আকারে উপস্থাপন করা হয়।
মেলাতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় মেলাতে ৪১ টি স্টল নিয়ে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত স্কুলের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
দশম শ্রেণরি শিক্ষার্থীরা সামিয়া রহমান বলেন, গণিতের জ্যামিতি, বীজগণিত, পাটিগনিত ও তার সূত্রগুলো কঠিন মনে হলেও গণিত মেলার মাধ্যমে শিক্ষার্থীরা গণিতের জটিল বিষয়গুলো সহজভাবে বুঝতে পারবে।
একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, ব্র্যাক ময়মনসিংহের আঞ্চলিক ব্যাবস্থাপক আমনো আক্তার, সোনালী ব্যাংকের শিবপুর শাকার ব্যাবস্থাপক মো. ছানাউল্লাহ, মনোহরদী উপজেলার একাডেমীক সুপার ভাইজার জলিল মিয়া, একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর কবির মৃধা।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৮/হিমেল