রাঙামাটির লংগদুতে ৩৩৮ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলেন মো: গিয়াস উদ্দীন (৪০), মো: দিলদার হোসেন (২৫), মো: জীবন হোসেন (২৭), মো: মোশারাফ হোসেন (২৫), মো: রুবেল হোসেন (২৮), মো: নুর মোহাম্মদ (২৫), মো: কাউছার মিয়া (১৯)। শুক্রবার বিকেলে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার এলাকার মো: আলমগির হোসেনের স'মিল থেকে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির জেলার লংগদু উপজেলার মাইনীমুখ বাজার এলাকায় স্থানীয় মো: আলমগির হোসেনের স'মিলে গোপন সংবাদেও ভিত্তিতে লংগদু জোন ২১ বীরের ভারপ্রাপ্ত উপ অধিনায়কের নেতৃত্বে অভিযানে নামে যৌথবাহিনীর ১০জনের বিশেষ দল। এসময় ইয়াবা সেবন অবস্থায় এবং বিক্রি শেষে রাঙামাটি যাওয়ার পথে জারুল বাগান নামক এলাকা হতে মো. গিয়াস উদ্দীন, মো. দিলদার হোসেন, মো. জীবন হোসেন, মো. মোশারাফ হোসেন, মো. রুবেল হোসেন, মো. নুর মোহাম্মদ, মো. কাউছার মিয়াকে আটক করে। এসময় তাদেরকে তল্লাশি করে মোট ৩৩৮ পিস ইয়াবা, নগদ ১৫ হাজার টাকা, সাতটি মোবাইল, ১০ গ্রাম গাজা, একটি হাতঘড়ি, তিনটি পাওয়ার ব্যাংক, একটি বডি স্প্রে, একটি ক্যাচি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর তাদের লংগদু থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে লংগদু উপজেলার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সমান্ত এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত