বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার, ৮০২ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ও শিকারপুর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে ডলার ও ফেনসিডিল সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন জাহিদ (১৮)পিতা সাহেব আলী গ্রাম বড় আচড়া বেনাপোল, নাহিদ (১৯)পিতা হাসান গ্রাম ঝিকরগাছা যশোর ও আব্দুর জব্বার (৪০)পিতা কেরামত আলী গ্রাম টেংয়ালী শার্শা যশোর।
বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন জানান ,গোপন সংবাদে জানতে পারি এক ডলার পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান ডলার নিয়ে গাতিপাড়া সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে গাতিপাড়া বড় আচড়া সড়কে অভিযান চালিয়ে ৪০ হাজার ডলারসহ তাকে আটক করা হয়।
অপরদিকে, শিকড়ী মাঠের মধ্যে থেকে ৫০৯ ফেনসিডিল ও শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৯৩ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ২ জনকে আটক করেন। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত