নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, রোহিঙ্গাদের তো আমরা ভোটার করিনি। তবুও রোহিঙ্গাদের কারণে কোনো সমস্যা হতে পারে কি না সে বিষয় নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে রোহিঙ্গাদের ব্যবহার করার যে আশঙ্কা’র কথা উঠছে সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। নির্বাচনে রোহিঙ্গারা যাতে কোনো সমস্যা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসের মিলনায়তনে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট। আশা করি কক্সবাজারে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কক্সবাজারের প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ প্রশাসনের সব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন