নীলফামারীতে মাটি বোঝাই ট্রলির ধাক্কায় মনছুর আলী ফকির ওরফে বাউরা (৫৫) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা শহরের আনন্দ বাবুর পুল ও মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনছুর আলী সদরের কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, মনছুর আলী ভিক্ষা করে বাড়ি ফিরছিলেন। পথে ওই স্থানে নীলফামারীগামী মাটি বোঝাই একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও হেলপার আকাশ চন্দ্র রায়কে আটক করে। ট্রলির চালক ধনেশ্বর রায় পলাতক রয়েছে। তাদের দুইজনের বাড়ি সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৮/হিমেল