পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ধরে ইয়াহিয়া রনি (৩০) নামে পৌর যুবলীগের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্ন শহীদ আমিনপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আবাসিক) শফিকুল ইসলাম শামিম জানান, রনির মাথায় প্রায় ১২টি সেলাই ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে তিনি ঈশ্বরদী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৮/হিমেল