কুমিল্লায় বিশেষ অভিযানে ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ১৭টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে মাদক মামলায় ১১ জন, নিয়মিত মামলায় ১১ জন ও অন্যান্য মামলায় বাকিদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে আরেকটি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের অধিকাংশ বিএনপি-জামায়াতের কর্মী।
বিডি প্রতিদিন/কালাম