খাগড়াছড়িতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার টাউন হলের সামনে থেকে র্যালি শুরু হয়ে সিভিল সার্জন র্কাযালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল র্সাজন ডা. শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. আশুতোষ চাকমা, ডা. জয়া চাকমা, প্রেসকাব্লের সহ-সভাপতি জহুরুল আলম, অন্তিকা চাকমা, দেবাশিষ, নিকিল চাকমা।
বক্তারা এইডস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।
র্যালি ও আলোচনা সভায় গ্রিন হিল, সূর্যের হাসি ক্লিনিক ও ব্র্যাক এনজিওর কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম