মাদারীপুরের ডাসারে জন্মনিবন্ধন করাকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সাথে চেয়ারম্যান অফিসের উদ্যোক্তার কথা কাটাকাটির জের হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় চেয়ারম্যান অফিসের কম্পিউটার, প্রিন্টার, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় চেয়ারম্যানকে লাঞ্ছিত করাসহ আরও ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকালে কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের অফিসে জন্মনিবন্ধন সংক্রান্ত কাজে আসেন স্থানীয় গোলাম আলী আকন। এসময় পরিষদের উদ্যোক্তা সুকুমার ঘরামী ইন্টারনেট জনিত সমস্যা থাকায় কাজটি বিকেলে করতে চাইলে ওই ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাম আলী আকন চেয়ারম্যাননের গায়ে হাত তোলেন।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গোলাম আলী আকনের লোকজন অতর্কিত হামলা চালায় চেয়ারম্যানের অফিসে। এসময় অফিসের কম্পিউটার, প্রিন্টার ও চেয়ারটেবিল ভাঙচুর করা হয়। এসময় হালিম হাওলাদার নামের এক ব্যক্তিসহ তিনজন আহত হন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। বিষয়টি গুরুত্বে সাথে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম