চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য বিভাগ ও লাইট হাউসসহ বিভিন্ন বেসরকরি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি রালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
শিক্ষা ও স্বাস্থ্য সিনিয়র শিক্ষা অফিসার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খাইরুল আতাতুর্ক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার মরিয়ম খাতুন।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/হিমেল