‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা, এইডস এর জীবানু এইচআইভি প্রতিরোধে সচেতনা বাড়ানোর আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/হিমেল