ঝিনাইদহের শৈলকুপায় শুক্রবার রাতে ঢালসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
তাদের কাছ থেকে সাতটি ঢাল, দুটি মোটরসাইকেল ও একটি নসিমন গাড়ি জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, দুধসর ইউনিয়নের ভাটই গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে ছরোয়ার মন্ডল (৫৬), মৃত আহম্মদ মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৪৫), মৃত আতর আলী বিশ্বাসের ছেলে লাল্টু বিশ্বাস, র্যাবের সোর্স পরিচয়দানকারী তোজাম মন্ডলের ছেলে উজ্জল মন্ডল ( ২৩), মোজাম মন্ডলের ছেলে আরিফুল মন্ডল (২৮), লালচাঁদ মন্ডলের ছেলে রাসেল মন্ডল (২০) ও ফুলহরি ইউনিয়নের গোয়ালখালী গ্রামের সুরাপের ছেলে খোকন (২৩)।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, শুক্রবার রাতে মির্জাপুর ইউনিয়নের জুগিপাড়া জয়বাংলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/কালাম