ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল-ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আউয়াল খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এবং আহত হয়েছে রিপন মাতুব্বর নামে আরও একজন। শনিবার দুপুরে সদর উপজেলার সমাদ্দারের কাঠেরপুল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফরিদপুরের জেলা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদিভ গ্রামের গঙ্গাধর্দী গ্রামের মাজেদ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভাঙ্গা থেকে পারিবারিক কাজে মাদারীপুর আসছিল একটি দ্রুতগতির মোটরসাইকেল এবং মস্তফাপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে গ্যাসের সিলিন্ডার নিয়ে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া যাচ্ছিলো। এসময় কাঠেরপুল এলাকায় মুখোমুখি সংর্ঘষ হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং তার সাথে থাকা আরও একজন গুরুত্বর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/হিমেল