নরসিংদীর মনোহরদী পরিবহন (প্রা.) লিমিটেডের অফিস কাউন্টার ভাংচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা অফিসের ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ করেছেন পরিবহন কর্তৃপক্ষ। শনিবার ভোরে জেলার মনোহরদী বাসস্ট্যান্ডে এঘটনা ঘটে।
পুলিশ ও পরিবহন সূত্রে জানা যায়, ভোরে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত মনোহরদী বাসস্ট্যান্ডে অবস্থিত মনোহরদী পরিবহনের টিকেট কাউন্টার ভেঙে ফেলে। তা দেখে কর্তব্যরত পাহাড়াদাররা তাদের বাধা দিলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের সরিয়ে দেয়। ওই সময় দুর্বৃত্তরা পাশেই মনোহরদী পরিবহনের প্রধান কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিস কক্ষের তালা ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করে। এবং ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও এক কার্টুন টিকেট লুট করে নিয়ে যায়।
মনোহরদী পরিবহনের মালিক মনিরুজ্জামান রেনু বলেন, আজম সরকার নামে এক ব্যক্তি আমাদের কাউন্টারের পেছনে বহুতল মার্কেট নির্মাণ করছেন। তাদের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ জুয়েল আমাদের কাউন্টার সরিয়ে নিতে বলেছিল। কিন্তু দুই পাশে তারা নির্মাণ সামগ্রী রাখায় আমরা সরিয়ে নিতে পারিনি। এই নিয়ে তাদের সঙ্গে আমাদের দূরত্বের তৈরি হয়। আমাদের ধারণা এরই জের ধরে তারা লোকজন নিয়ে রাতের আঁধারে আমাদের অফিস লুটপাট ও কাউন্টার ভাংচুর করেছে।
অভিযোগের সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ জুয়েল বলেন, কাউন্টারের কারণে আমরা নির্মাণ সামগ্রী রাখতে পারছিনা। তাদেরকে সরিয়ে নেয়ার কথা বললেও তারা কর্ণপাত করেনি। এখন রাতের আঁধারে কে তাদের কাউন্টার ভেঙেছে তা আমরা কীভাবে বলবো? একই সঙ্গে অফিস লুটপাটের কথাও অস্বীকার করেন তিনি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ব্যাপারে থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন