হবিগঞ্জে বিশ্ব এইডস দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে সদর আধুনিক হাসপাতাল থেকে দিবসটি পালন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র রায়ের নেতৃত্বে শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্সিং ইন্সটিটিউটের প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশ নেয়। পরে হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা এইডস সম্পর্কে সকলকে সচেতন করতে ব্যাপক প্রচার কার্যক্রম জোরদার করতে গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/হিমেল