পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আবির মাহমুদ অনিকে (১৪) নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাঠি ও এলাকাবাসীরা। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে তারা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে অনির সহপাঠি ও এলাকাবাসী মিলে কয়েক শতাধিক লোকজন উপস্থিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানায় এবং হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনি দুবলিয়া বাজারে একটি দোকানে বসে ছিল। এ সময় একটি ফোন কল পেয়ে সে দোকান থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ নভেম্বর আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন বাবা রবিউল প্রামানিক। এরই মধ্যে কয়েকটি ফোন থেকে তার বাবার নিকট মুক্তিপণও দাবি করেন দুর্বৃত্তরা।
প্রসঙ্গত, নিখোঁজের চারদিন পর পাবনার দুবলিয়া গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে গত শুকবার স্কুলছাত্র আবির মাহমুদ অনির মৃতদেহ দুবলিয়া পুলিশ ফাঁড়ির পাশের একটি বাগানে মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। নিহত আশিক মাহমুদ অনি (১৪) দুবলিয়া গ্রামের ব্যবসায়ী রবিউল প্রামানিকের ছেলে ও দুবলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণির ছাত্র।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/হিমেল