'এইচআইভি পরীক্ষা করুন নিজেকে জানুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে দিনাজপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে হাসপাতাল চত্তরে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) আয়োজনে এইচআইভি/এইডস বিষয়ক তথ্য কনিকা স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আহাদ আলী।
এরপর কনফারেন্স রুমে আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নজমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. মো. আহাদ আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) সংযোগ প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দা নুরে নাবিলা তাবাসসুম, সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. মো. ওয়াহেদুল হক, সাবেক পরিচালক ডা. মুহাম্মদ শহিদুল্লাহ প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল করতে চাই সচেতনতা ও সামাজিক আন্দোলন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দিনাজপুর জেলা। কারণ হলো এ জেলা সীমান্ত সংলগ্ন। অবিলম্বে দিনাজপুরে এইচআইভি রোগ পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। বর্ণাঢ্য র্যালিতে লাইট হাউস, এফপিএবি, আলোহা সোসাল সার্ভিসেস, স্কাউট, নার্সিং ইনস্টিটিউট, আপোশ কেয়ার বাংলাদেশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, আরডিআরএস, দিনাজপুর পৌরসভা, কাঞ্চন সমিতি ও সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক, সাধনা মহিলা উন্নয়ন সংস্থাসহ আরও অনেক বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন