ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামে শাহিন নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে চারদিন ধরে অনশন করছেন মাহফুজা নামে এক তরুণী। এই অনশনে তরুণীর সাথে তার মা ও পিতাও রয়েছেন। এ ঘটনায় গোটা গ্রামে তোলপাড় সৃষ্টি হয়েছে। অবস্থা বেগতিক দেখে শাহিন বাড়ি ছেড়ে ঢাকায় পালিয়ে গেছে। প্রেমিক শাহিন শিতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে গ্রামবাসী জানায়, শাহিনের সাথে যশোরের ছানিয়নতলা গ্রামের আফিল সরদারের মেয়ে মাহফুজার সঙ্গে কলেজ জীবন থেকেই প্রেমের সম্পর্ক ছিল। গভীর সম্পর্কের কারণে তারা ঢাকায় স্বামী স্ত্রীর মতো বসবাসও করেছেন। কিন্তু পরিবার রাজি না হওয়ায় বিয়ে করতে রাজি ছিল না শাহিন।
প্রেমিকা মাহফুজা জানান, মাস্টার্স পাস করার পর বিয়ে করবে বলে শাহিন তাকে প্রতিশ্রুতি দেয়। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় তিনি ও তার পিতা-মাতা নিয়ে শাহিনের বাড়িতে উঠেছেন। শাহিনের পিতা নুরুল ইসলাম জানান, হরিণাকুন্ডু থানার পুলিশ বিষয়টি সুরাহা করার জন্য বলে গেছে। শনিবার দুপরে আমরা ঝিনাইদহ শহরে যাচ্ছি সমাধানের জন্য।
হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নের ইউপি মেম্বার নায়েব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলে মেয়ের পরিবার নিয়ে আমরা এখন ঝিনাইদহ শহরে অবস্থান করছি। ছেলে ঢাকা থেকে আসলেই দুই পরিবারের ইচ্ছানুযায়ী বিয়ের কাজটি সমাধান করা হবে।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুইবার পুলিশ পাঠানো হয়েছে। দুই পরিবারকে বিষয়টি সুরাহা করার জন্য বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন