সিরাজগঞ্জে ঝগড়ার সময় এক ব্যক্তির থাপ্পড়ে ১১ মাসের শিশুর মৃত্যুর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খলিশাকুড়া গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে মোবারক আলী (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৬)। মৃত্যু আমিনা একই গ্রামের রাশেদ আলীর মেয়ে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকারম হোসেন জানান, বুধবার ছাগল গাছ খাওয়া নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে একই এলাকার রোকেয়ার ঝগড়ার শুরু হয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। এসময় কোলে থাকা শিশু কন্যা আমিনার পিঠে স্বজোরে থাপ্পড় দেয় জাহাঙ্গীর। এরপর থেকেই আমিনা অসুস্থ হয়ে পড়ে।
শুক্রবার গভীর রাতে আমিনা মারা যায়। খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করা হয় এবং অভিযুক্ত জাহাঙ্গীর ও তার বাবা মোবারক আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/আরাফাত