ঠাকুরগাঁওয়ে হাটের জমি দখল করে অফিস ও দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। পরে বিষয়টি স্থানীয় জন প্রতিনিধির নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ জানানো যায়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধের নির্দেশ দিলেও কাজ চলছে সমান তালে। এতে ক্ষুদ্ধ স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি গরু হাটের প্রায় ৬ শতক জমি দখল করে অফিস ও দোকানঘর নির্মাণের কাজ করছেন দখলদাররা। এর সাথে জড়িত রয়েছে ওই ইউনিয়নের তালেব, আলম শাহ, হিরু চৌধুরী, নবাবসহ কয়েকজন ব্যক্তি। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও গায়ের জোরে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে।
আকচা ইউনিয়নের চেয়ারম্যান ও হাট কমিটির সভাপতি সুব্রত কুমার বর্মন জানান, অফিস ও দোকান-ঘর নির্মাণ হাটের জমিতে করতে হবে এটা কেমন কথা। দীর্ঘদিন ধরে ফারাবাড়ির হাটের এ জায়গাটিতে গরু ছাগল কেনা বেচা হয়ে আসছে। হঠাৎ করে তারা ওই জমির উপড় অফিস ও দোকানঘর নির্মাণ করছেন। এতে স্থানীয়রা আমাকে অভিযোগ করলে আমি বিষয়টি উপজেলা মিটিংয়ে অবগত করি। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার প্রশাসনের লোক পাঠিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও তারা তা মানছেন না। আমরা চাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন প্রশাসন তা না হলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টির অাশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আমি কাজ বন্ধের জন্য লোক পাঠিয়েছি। তার পরও যদি কেউ কাজ চলমান রাখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন