কক্সবাজার বিমানবন্দর থেকে নভোএয়ারের ঢাকাগামী একটি ফ্লাইট ছাড়ার পূর্বে ইয়াবাসহ নাফিজা আক্তার (২১) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল পৌনে ৩ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে তল্লাশির চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ভ্যানিটি ব্যাগে ৭৫০ টি ইয়াবা পাওয়া যায়। আটক নাফিজা পঞ্চগড় জেলার মিঠাপুকুর এলাকার মো. রফিকের মেয়ে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, কক্সবাজার বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তল্লাশির সময় আটক নাফিজা আক্তারের কাছে ৭৫০ টি ইয়াবা পাওয়া যায়। পরে কক্সবাজার সদর মডেল থানায় খবর দিলে পুলিশ ইয়াবাসহ নাফিজাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন