সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘বাসিয়া’ নদী রক্ষায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাসিয়া ব্রীজে নদী খনন ও তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের খরস্রোতা বাসিয়া আজ বিলীন হওয়ার উপক্রম। এ নদী খনন না হওয়া এবং অবৈধ দখলদারদের কবলে হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে এ অঞ্চলের মানুষ নদী রক্ষায় আন্দোলন করে আসছে। আন্দোলন হলে সংশ্লিষ্টরা একটু মায়াকান্না করে ফের থমকে যান। পরির্বতন হয় না বাসিয়ার রূপ। এ মানববন্ধন থেকে আবারও নদী খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা।
বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধনে অংশ নেন সংগঠনের আহ্বায়ক ফজল খান, রাজনীতিবীদ শেখ শহীদুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম সিরাজ, শাহাজান সিরাজ, আব্দুল বাতিন, সংগঠক লুকমান হোসেন, ইকবাল হোসেন, শেখ কাওসার আলী, সিজিল মিয়া, শানুর আলী জয়দু, মামুনুর রহমান, আজাদ মিয়া, ফারুক মিয়া, খালেদ মিয়া, এসএ সাজু, বকুল আহমদ, আব্দুস সামাদ, রুবেল মিয়া, শিপন আহমদ, ছালেহ আহমদ, কয়েস মিয়া, মারুফ মিয়া, আবু সুফিয়ান ও আমজাদ মিয়া প্রমূখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন