নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টায় দক্ষিণ নয়ামাটি কবরস্থান সংলগ্ন হান্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই বৃদ্ধ ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান। এ ঘটনায় পুলিশ শিশুর বাবা মিজানুর রহমানকে (৩৫) আটক করেছে।
নিহত মনসুর শেখ বাগেরহাট মোড়লগঞ্জ থানার চণ্ডিপুর গ্রামের মৃত. নেছার শেখের ছেলে। তিনি স্ত্রীসহ দক্ষিণ নয়ামাটি কবরস্থান সংলগ্ন হান্নান মোল্লার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
আটক মিজানুর রহমান ঝালকাঠি জেলার নলসিটি থানার সূর্যপাশা গ্রামের মুসলিম হাওলাদারের ছেলে এবং নিহতের প্রতিবেশী হিসেবে একই বাড়িতে ভাড়ায় বসবাস করেন। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি।
মিজানুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম জানান, তার ৫ বছরের শিশু মেয়েকে পাশ্ববর্তী ঘরের বৃদ্ধ মনসুর শেখ নিজে ঘরে ডেকে নিয়ে যান। এরপর ধর্ষণের চেষ্টা চালান। তখন শিশুটির চিৎকার শুনে তার বাবা মিজানুর রহমান ঘর থেকে বের হয়ে বিষয়টি জেনে ফুসে উঠেন। এক পর্যায়ে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে মনসুর শেখকে কিল ঘুষি মারেন। এসময় মনসুর শেখ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল জানান, লাশ উদ্ধার করে শহরের ১০০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমানকে এ ঘটনায় আটক করা হয়েছে। এবিষয়ে আরও তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম