ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক নজীবুল্লাহ লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার পৌর এলাকার পুরান বাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার, মাদক ও অস্ত্র মামলাসহ মোট পাঁচটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
নান্দাইল থানার ওসি (তদন্ত) রুহুল কুদ্দুছ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পরপরই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন