খুলনার দৌলতপুর দিবা-নৈশ কলেজের ৬ শিক্ষকের বিরুদ্ধে মানহানির দুইটি মামলা করেছেন সাবেক অধ্যক্ষ চৌধুরি মাহাবুবুল হক। খুলনা মুখ্য মহানগর আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। রবিবার মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযুক্তরা হচ্ছেন কলেজের প্রভাষক সুকৃতি মন্ডল ও মাসুদ খন্দকার, উপাধ্যক্ষ মো. সদরুজ্জামান (সবুর), বর্তমান অধ্যক্ষ এসএমএম আনিসুর রহমান, সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাকেরা বানু।
জানা যায়, মামলার অভিযুক্তরা কলেজ অধ্যক্ষ চৌধুরি মাহাবুবুল হকের বিরুদ্ধে কলেজের প্যাডে স্বাক্ষর করে অনৈতিকভাবে সাড়ে ৩ লাখ টাকা গ্রহণের অভিযোগে মহানগর হাকিমের আদালতে সিআর ৩৫/১৮ ও সিআর ৪০/১৮ মামলা করেন। কিন্তু সাক্ষ্যপ্রমাণে কলেজের প্যাডে স্বাক্ষরের সাথে অধ্যক্ষের প্রকৃত স্বাক্ষরের অমিল থাকায় আদালত মামলা দু’টি খারিজ করে দেয়।
এদিকে মিথ্যা মামলায় সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চৌধুরি মাহাবুবুল হক অভিযুক্তদের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানির অভিযোগে মুখ্য মহানগর আদালত ক-অঞ্চলে দু’টি মামলা করেছেন। মামলা নং-সিআর ১৪০৯/১৮ ও ১৪১০/১৮।
বিডি প্রতিদিন/ফারজানা