যশোরের বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বেনাপোলের কাগজপুকুর গ্রামের আব্দুল মতলেবের ছেলে রফিকুল ইসলাম (৪৫), গোলাম নাড়ুর ছেলে সাত্তার আলী (৪৮) ও কাগমারী গ্রামের ছাত্তার ডাকাতের ছেলে আরিফ (৪২)।
শনিবার রাতে নিহত আমিরুলের ছেলে সাগর বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও পাঁচ জনকে অজ্ঞাত দেখিয়ে ২৪ জনের নামে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন (তদন্ত) জানান, গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, নিহত আমিরুলের নামে ১৬টি মামলা ছিল। তার বিরুদ্ধে যশোরের সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুরু রহমান মিন্টু, বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা ছামাদ ও যশোরের যুবলীগ নেতা রিপন, বেনাপোলের আ. হাকিমসহ প্রায় অর্ধ ডজন হত্যা মামলার প্রধান আসামি থাকা সত্ত্বে ও প্রকাশ্যে ঘুরে বেড়াতেন আমিরুল। চুক্তিতে মানুষ হত্যা ছিল তার পেশা। বারবার আটক হলেও ছাড়া পেতেন তিনি।
গত শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এলাকাবাসী আমিরুলের তবিত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা এই সন্ত্রাসীর আমিরুলের মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার