বগুড়ার শেরপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌরশহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম মিন্টু (৪৫) এবং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক ও স্থানীয় ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আব্দুল হামিদ সরকার (৩৫)।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নে চন্ডিপুর গ্রামস্থ বিএনপির আঞ্চলিক কার্যালয়ে নাশকতামূলক ককর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায় তারা। এসময় বিএনপির ওই আঞ্চলিক কার্যালয় থেকে দেশীয় অস্ত্রসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী থানায় বিশেষ মতা আইনে একটি মামলা দায়ের করেন। আর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার