মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাগুরা সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ফারুক হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদরের ইছাখাদা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পেট্রোল বোমা হামলা করে শ্রমিক হত্যাসহ বিভিন্নস্থানে নাশকতার ঘটনায় ৪টি মামলা রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে নাশকতার ৪টি মামলা রয়েছে। তিনি আত্মগোপনে অবস্থায় দীর্ঘদিন ধরে নাশকতার ষড়যন্ত্র করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে সদরের ইছাখাদা বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা