ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী শহরের মধুপুর রাস্তার মাথায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুল করিম (৪০) নিহত হয়েছেন। নিহত কৃষি কর্মকর্তা আবদুল করিম পরশুরাম উপজেলার ঘনিয়া মোড়া গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে।
তিনি তার দায়িত্বস্থল লেমুয়া থেকে মোটরসাইকেল যোগে ফেনী আসার পথে মধুপুর রাস্তার মাথায় আসলে শ্যামলি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফেনী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল সড়ক দুর্ঘটনায় একজন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার