জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, আসনভিত্তিক প্রার্থী হিসেব করে নয়, আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হলে নৌকা দেখে ভোট দিতে হবে। তাছাড়া নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। সেজন্য নৌকার জয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন।
এসময় শেখ হেলাল বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীণ এবং বৃহত্তম দল হিসেবে আমাদের অনেক নেতা মনোনয়ন চেয়েছিলেন কিন্তু প্রতিটি আসনে পেয়েছেন মাত্র একজন। এ জন্য কে প্রার্থী হয়েছেন, সেটা বড় কথা নয়, আমাদের নেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। তাই নেত্রীকে আবারও প্রধানমন্ত্রী করতে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে। এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল। এজন্য নৌকাকে জয়ী করতে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।’
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ীমী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও এসএম কামাল হোসেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন