রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহনলি গ্রামের একটি জঙ্গল থেকে প্রশান্ত কুমার মণ্ডল (৪২) নামের এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে ঘটনাস্থেলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রশান্ত কুমার মণ্ডল উপজেলার বড়বিহনলি বালিকা বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, বাড়ির পাশের একটি জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়েছে। তার গালায় ফাঁস দেওয়া ছিল। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে পরিবার ও স্থানীয়দের ধারণা শিক্ষক প্রশান্ত কুমার মণ্ডল আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া এখনই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ওসি নাসিম আহমেদ বলেন, স্ত্রীর সঙ্গে দু’বছর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন ওই স্কুলশিক্ষক। তার বিরুদ্ধে স্ত্রীর মামলাও চলছে। তাই সেখান থেকেই হতাশাগ্রস্ত হয়ে তিনি বাড়ির লোকজনের অগোচরে আত্মতহ্যা করেছেন বলে পরিবার ও স্থানীয়দের ধারণা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ