মাগুরা মুক্ত দিবস উপলক্ষে সকালে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসনের নের্তৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুওয়াত আলী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জালাল উদ্দিন বীর উত্তম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মাগুরা পাক হানাদার মুক্ত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ