রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার টাঙ্গন এলাকা থেকে সুজন ওরফে জলিল নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, গোপনে খবর পেয়ে টাঙ্গন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় টাঙ্গন এলাকার সুজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ