সাভার উপজেলার আশুলিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় ইলিয়াস মৃধা (৫০) নামের এক দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক মুরাদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে আশুলিয়ার কলতাসূতী তালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস আলী নড়াইলের লোহাগড়া থানাধীন পারমল্লিকপুর গ্রামের মৃত গোলাম রহমান মৃধার ছেলে। তিনি আশুলিয়ার কলতাসূতী তালতলী এলাকায় তার মেয়ের জামাতা ফরিদের বাড়িতে থেকে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আটক মুরাদ ঢাকার আশুলিয়া থানাধীন কলতাসূতী এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। সে ওই এলাকার দিলা ব্যাপারীর পালক ছেলে বলেও জানিয়েছেন এলাকাবাসী।
নিহতের মেয়ে রুমা ও মনিরা জানান, সকালে স্থানীয় বখাটে মুরাদ তাদের বাবার দোকানে সিগারেট আনতে যায়। সিগারেট বাকিতে দিতে পারবে না জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুরাদ দোকানের পাশে থাকা লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দোকানি ইলিয়াস। পরে এলাকাবাসীর সহায়তা স্বজনরা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী ঘাতক মুরাদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুস সালাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, খবর পেয়ে ওই এলাকা থেকে মুরাদকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের লাশও হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো ও মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান আব্দুস সালাম।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দোকানে বাকি নাকি অন্য কারণে হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম