বগুড়া লেখক চক্রের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপি কবি সম্মেলন। কবি সম্মেলনে এবছর ৪০ জেলা থেকে দুইশতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছেন। ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ এই স্লোগানকে দীর্ঘ ৩০ বছর ধারণ করে আসছে বগুড়া লেখক চক্র।
প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় উডবার্ন পাবলিক লাইব্রেরি দুই দিন ব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক ইমরান চৌধুরী, এ সময় প্রধান অতিথি কবি হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত ছিলেন।
বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কথাশিল্পী শিরীণ আখতার, কবি মাকিদ হায়দার, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।
বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির। উদ্বোধনী পর্বে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধক ফিতা কেটে দুই দিনব্যাপি কবি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন, এর আগে একটি শোভাযাত্রা বগুড়া শহর প্রদক্ষিণ শেষে উডবার্ণ মিলনায়তনে এসে শেষ হয়।
১ম দিনে কথা ও কবিতার দুটি পর্বে সভাপতিত্ব করেন কবি আলমগীর রেজা চৌধুরী ও কবি খৈয়াম কাদের। কবি কামরুন নাহার কুহেলীর উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন জলিল আহমেদ, চৌধুরী বাবুল বড়ুয়া, খালেদ উদ দীন, তারপর স্বরচিত কবিতা পাঠ পর্বে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা